Ad Code

২৪ ঘণ্টার কম সময়ে শেষ স্যামসাং জি সিরিজের প্রি-অর্ডার

২৪ ঘণ্টার কম সময়ে শেষ স্যামসাং জি সিরিজের প্রি-অর্ডার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

‘অ্যামেজিং প্রোডাক্ট, অ্যামেজিং রেসপন্স’ স্যামসাং বাংলাদেশের এই মূলমন্ত্রের সঙ্গে গ্যালাক্সি জি সিরিজের চমকপ্রদ উদ্ভাবন ক্রেতাদের সব চাহিদা মেটাতে সক্ষম। আর এ ক্ষেত্রে ক্রেতাদের এমন সাড়া যেকোনো ব্র্যান্ডের জন্যই অভাবনীয়। শীর্ষস্থানীয় স্মার্টফোন ও কনজ্যুমার ইলেকট্রনিকস প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি আগেই এমনটি অনুমান করতে পেরেছিল বলে জানিয়েছে। এ জন্য স্যামসাং জি ফোল্ড৩ ফাইভ–জি এবং জি ফ্লিপ৩ ফাইভ–জি স্মার্টফোনের স্টক প্রি-অর্ডারের জন্য প্রস্তুত রাখা হয়েছিল।

স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, ফোল্ড ও ফ্লিপ ফোনের ক্ষেত্রে ক্রেতাদের এমন সাড়া স্যামসাং গ্লোবাল আগেই অনুমান করতে পেরেছিল। প্রযুক্তিভিত্তিক সেবাদানের মাধ্যমে ক্রেতাদের সক্ষমতা বৃদ্ধিতে স্যামসাংয়ের নিরলস প্রচেষ্টার সঙ্গে প্রতিষ্ঠানটির উদ্ভাবনে উৎকর্ষেরই ফল জি ফোল্ড৩ ফাইভ–জি ও জি ফ্লিপ৩ ফাইভ–জি। তিনি আরও বলেন, ‘কল্পনার সব সীমা ছাড়িয়ে গেছে জি ফোল্ড৩ ফাইভ–জি ও জি ফ্লিপ৩ ফাইভ–জি এই দুটি হ্যান্ডসেট। শীর্ষস্থানীয় ব্যবসায়ী থেকে প্রাণোচ্ছল গ্যাজেটপ্রেমী তরুণ পর্যন্ত সবার কাছ থেকে এগুলো উন্মোচনের তারিখ ও প্রি-অর্ডার–সংক্রান্ত অগণিত প্রশ্ন পেয়েছি আমরা। এমনকি এখন, প্রি-অর্ডার লট তাৎক্ষণিকভাবে আনার পরও এগুলো আমাদের আউটলেটে কবে পাওয়া যাবে, এ বিষয়ে আমরা ক্রেতাদের কাছ থেকে অসংখ্য প্রশ্ন পাচ্ছি। আমি ধন্যবাদ ও শুভেচ্ছা জানাতে চাই সেই সব স্যামসাং ক্রেতাকে, যাঁরা জি সিরিজের ডিভাইস প্রি-অর্ডার করেছেন। আমরা সামনে আরও হ্যান্ডসেট আনতে যাচ্ছি, তাই আমাদের সঙ্গেই থাকুন।’

কোরিয়ার ইয়োনহ্যাপ নিউজ রিপোর্ট অনুসারে, কোরিয়ায় ইতিমধ্যে স্যামসাং গ্যালাক্সি জি ফোল্ড৩ ফাইভ–জি এবং জি ফ্লিপ৩ ফাইভ–জি–এর প্রি-অর্ডার ৮ লাখ ইউনিট অতিক্রম করেছে। প্রি-অর্ডারের প্রায় ৬০ শতাংশ ছিল গ্যালাক্সি জি ফ্লিপ৩ ফাইভ–জি এবং বাকিটা ছিল জি ফোল্ড৩ ফাইভ–জি। কোরিয়ার গণমাধ্যমটি আরও বলছে যে জি সিরিজ হ্যান্ডসেট তুলনামূলকভাবে তরুণ ব্যবহারকারীদের মধ্যে বেশি জনপ্রিয়। আরেক স্ট্র্যাটেজি অ্যানালিস্ট ফার্ম কেন হায়ারস’র মতে, ফোল্ড ও ফ্লিপ বিভাগের হ্যান্ডসেটগুলোর ৫২ লাখ ইউনিট বিক্রি করতে যাচ্ছে স্যামসাং।

সেপ্টেম্বরের ১ তারিখ থেকে বাংলাদেশে স্যামসাং গ্যালাক্সি জি সিরিজের হ্যান্ডসেটগুলোর প্রি-অর্ডার নেওয়া শুরু হয়

Post a Comment

0 Comments